Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
হালনাগাদকৃত ভোটার তালিকা-২০২২ এর এনআইডি সংশোধন বিষয়ক গণবিজ্ঞপ্তি
Details
  •            ২০২২ সালের হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে যারা ভোটার হয়েছিলেন (যাদের জন্ম ০১-০১-২০০৬ বা তার পূর্বে), তাদের খসড়া তালিকা আগামী ২১ জানুয়ারি, ২০২৪ খ্রি. তারিখে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট ভোটারগণ স্ব-স্ব ইউনিয়ন/পরিষদ অথবা পৌরসভা কমপ্লেক্স-এ গিয়ে তালিকা থেকে নিজ নিজ তথ্য জানতে পারবেন। উক্ত তথ্যে কোনপ্রকার ভুলভ্রান্তি থাকলে, তা উপজেলা নির্বাচন অফিস, মনোহরদী-তে এসে নির্ধারিত ফরম সংগ্রহ ও পূরণপূর্বক আবেদনের মাধ্যমে বিনামূল্যে এনআইডি-র সংশোধন করতে পারবেন (আবেদনের সময়সীমা সংযুক্ত ফাইলে বর্ণিত)। তবে, হালনাগাদের সময় আপনার প্রদত্ত তথ্যে ভুল থাকলেই কেবল তা সংশোধনের আওতায় পড়বে। নিজের ইচ্ছামতো নতুন করে বয়স বা নাম সংশোধন আবেদন সম্ভব নয়। উদাহরণস্বরূপ, আপনি যদি ফরমে পূরণকালে জন্মসন ০১/০১/২০০১ উল্লেখ করে থাকেন, কিন্তু তালিকায় ভুলক্রমে ১০/০১/২০০২ এসে থাকে, তাহলে ০১/০১/২০০১ এর জন্য আবেদন করতে পারবেন। মনমতো, ০৫/০৮/২০০৪ বা ০১/০১/২০০৫ ইত্যাদি করতে পারবেন না।
  • ·  বিস্তারিত জানতে সরাসরি অফিসে এসে পরামর্শ নিন। ধন্যবাদ।
Publish Date
15/01/2024
Archieve Date
01/03/2025