মনোহরদী উপজেলার ২০০৭ হতে ২০১৮ সালের মধ্যে ভোটার হওয়া ব্যক্তিদের স্মার্ট এনআইডি কার্ড ইতোমধ্যেই উপজেলা নির্বাচন অফিস, মনোহরদী-তে এসে পৌছেছে। এবারের স্মার্টকার্ড প্রাপ্য ভোটারের সংখ্যা ১,৮৩,৫০০ জন।
এবারের স্মার্টকার্ড প্রোগ্রামের উদ্বোধন ২৫ জুলাই, ২০২৪ এবং বিতরণ ২৮ জুলাই, ২০২৪ তারিখে নির্ধারণ করা হয়েছিল। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই বিতরণ শুরু হবে বলে জানান অত্র কার্যালয়ের উপজেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ জাসিদুল ইসলাম। সেক্ষেত্রে বিতরণের পরিবর্তিত সময়সূচী জুলাই-এর শেষ কিংবা আগস্টের শুরুর দিকে হওয়ার সম্ভাবনাই বেশি। চূড়ান্ত সময়সূচী যথাসময়ে প্রদান করা হবে।
ভোটারদের স্মার্টকার্ড গ্রহণের জন্য ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একটি করে মোট ১৩টি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এরপর, কয়েকদিন রিজার্ভ ডে থাকবে। ঐদিনও ভোটারগণ নির্ধারিত সময়সূচী অনুযায়ী স্মার্টকার্ড নিতে পারবেন। এসকল ভেন্যুতে নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট ভোটারকে স্ব-শরীরে উপস্থিত থেকে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ ইত্যাদি গ্রহণপূর্বক স্মার্টকার্ড প্রদান করা হবে। স্মার্টকার্ড প্রোগ্রাম শেষ হতে আনুমানিক ২ মাসের মতো সময় লাগবে।
নির্ধারিত দিনে কেউ উপস্থিত হতে না পারলে উক্ত সময়সূচীর পর অফিস নির্ধারিত সময়ে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ ইত্যাদি প্রদানপূর্বক স্মার্টকার্ড নিতে পারবেন। সকলকে তাই নিজের এনআইডি সাথে রাখার অনুরোধ রইল।
ধন্যবাদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস